Title
দ্রুত ন্যায় বিচার পেতে আর নয় থানা কোর্টে।চলো যাই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে।
Details
ইউনিয়ন পরিষদের বিচার পেতে প্রথমে যেতে হবে চেয়ারম্যান এর কাছে। সরকার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু কারেছে। এখানে জনগন ফৌজদারী মামলার জন্য ২.০০ টাকা ও দেওয়ানী মামলার জন্য ৪.০০ টাকা ফিস দিয়ে মামলা করতে পারবে।